বাংলাদেশে ক্ষমতার তুঙ্গে ছিলেন তিনি। দল গঠনে তার কথার গুরুত্বটা সবার আগে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)। সর্বময় ক্ষমতা নিয়েই বাংলাদেশে দ্বায়িত্ব পালন করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কাতেও ঠিক একইরকম ক্ষমতা পাচ্ছেন তিনি। তাকে বাড়তি ক্ষমতা দিতে গিয়ে আসন্ন বাংলাদেশ সফরের আগে ক্রীড়া আইন বদলে ফেলছে শ্রীলঙ্কা। হাথুরুসিংহের কাঁধে উঠছে কোচের সঙ্গে নির্বাচকের দায়িত্ব। দল নির্বাচনে থাকবে তার ভূমিকা।
শ্রীলঙ্কার ক্রীড়া আইনে ১৯৭৩ সাল থেকেই রয়েছে, কোচ কখনও নির্বাচকের দায়িত্বে আসতে পারবে না। কিন্তু দেশটির দায়িত্ব নেওয়া বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহেকে নির্বাচক বানাতে এবাই আইনই বদলে ফেলছে লঙ্কান কর্তৃপক্ষ। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানালেন, ‘হাথুরুসিংহে যেকোনো সফরে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ম্যানেজার ও অধিনায়কের সঙ্গে বসে দলের প্রধান একাদশ নির্বাচন করবেন। ম্যানেজার ও অধিনায়কও নির্বাচক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই ব্যবস্থায় জাতীয় দলের সঙ্গে জাতীয় নির্বাচকদের সফরের কোনো দরকার পড়বে না।’
কোনো সফরের সময় একাদশ নির্বাচনে হাথুরুর সর্বময় ক্ষমতা থাকলেও জাতীয় নির্বাচকদের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। শুধুমাত্র একাদশ গঠনে তিনি ভুমিকা রাখতে পারবেন।
১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। গতত অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুর প্রথম মিশন। আর সেখানেই পাচ্ছেন টাইগারদের!
Discussion about this post