ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কান সাবেক পেসার নুয়ান কুলাসেকারাকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়। লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাসকার্সের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
কুলাসেকারাকে২০১৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে মাঠ মাতিয়েছিলেন। ২০১৯ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরের দেড় বছরের মাথায় কোচের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডির বোলিং কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। এই টুর্নামেন্ট দিয়েই কোচ হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কুলাসেকারা।
শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন কুলাসেকারা। যথাক্রমে ৪৮, ১৯৯ ও ৬৬টি উইকেট শিকার করেছেন কুলাসেকারা। অর্থাৎ মোট ৩১৩টি আন্তর্জাতিক উইকেট আছে এই ডানহাতি পেসারের ঝুলিতে।
এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭২, লিস্ট এ ক্রিকেটে ৩৫৪ ও টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৫টি উইকেট শিকার করেছেন তিনি। ২০০৮ সালে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন কুলাসেকারা।
ক্যান্ডি টাসকার্সেত খেলোয়াড় হিসাবে আছেন- কুশল পেরেরা, ক্রিস গেইল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্ন, আসেলা গুনারত্নে, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, নাভিন উল হক, দিলরুয়ান পেরেরা ও লাসিথ এম্বুল্পদেনিয়া।
Discussion about this post