ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে বুধবার থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বল্প সময়ে খুব বেশি স্কিল নিয়ে কাজ না হলেও জানাশোনার সুযোগ নিশ্চয়ই হয়েছে। ক্রিকেটারদের কাছে কোচের প্রত্যাশা কী, সেটি অবশ্য বলতে পারেননি মুমিনুল। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের উপলব্ধি, ভালো করলে কোচ তাঁকে পরিকল্পনাতে রাখবেনই। তার আগেই অবশ্য তৈরি তিনি।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যেকার অ্যাশেজ টেস্ট দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এদিকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডও এ যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ সেখানে পা রাখবে আগামী নভেম্বরে। তার আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে দলটি। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মুমিনুলরা, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। আমাদের সবার জন্যই এটা ভালো সুযোগ। ভালো একটা টেস্টই হবে আশা করি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের (আফগানিস্তানের) স্পিন আক্রমণ সামলাতে হবে আমাদের। এটা ভালো প্রস্তুতি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের (আফগানদের) স্পিন আক্রমণ অনেক ভয়ংকর।’
এই টেস্ট দিয়ে শুরু হচ্ছে নতুন কোচ রাসেল ডমিঙ্গোর ‘অ্যাসাইনমেন্ট’। তিনিও জয় দিয়েই শুরু করতে চাইবেন। মুমিনুল কোচের চাওয়া নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না, ‘কোচ কী চাচ্ছে ওটা চিন্তা না করে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়। যেমন—যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন তাহলে পৃথিবীর যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোক, আপনাকে বিবেচনায় রাখবেই।’
কোচের চাওয়া নিয়ে না ভাবলেও মুমিনুলরা কি চাইছেন কোচ থেকে? এ নিয়ে খুব বেশি কিছু বলেননি মুমিনুল, ‘এভাবে চিন্তা-ভাবনা করিনি। সবার একজন ব্যক্তিগত কোচ থাকে। আমি তাঁর কাছ থেকে সবকিছু নেব, এমন না বিষয়টা। তিনি যে পরামর্শ দেবে, যেটা আমার দরকার সেটা নেব। যদি ভালো লাগে তাহলে ওভাবে নেব। সবকিছু মিলে হয়তো ভালোই হবে।’
আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
Discussion about this post