ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়া সফরে তার বাদ পড়া নিয়ে কম সমালোচনা হয়নি। তবে অটল ছিলেন নির্বাচকরা। এবার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতেই হলো। কারণ ছুটিতে যাচ্ছেন বিরাট কোহলি। তার জায়গাতেই দলে ডাক পাচ্ছেন রোহিত।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। তার পাশে চলে যেতে ছুটি চেয়েছিলেন অধিনায়ক। আর সেটি মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির টেস্ট খেলে ভারতে ফিরবেন কোহলি।
এ অবস্থায় সিরিজের জন্য পরিবর্তিত দলে রাখা হয়েছে রোহিত শর্মা ও থাঙ্গারাসু নটরাজনকে। অবশ্য রোহিতের চোট পর্যবেক্ষণ করে তাকে টেস্ট দলে রাখার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া লেগ স্পিনার বরুণ চক্রবর্তী বাদ পড়লেন কাঁধের চোটে।
এবারের অস্ট্রেলিয়া সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সঙ্গে চার ম্যাচের টেস্ট খেলবে ভারতীয় দল। এই সিরিজের আনুষ্ঠানিক সূচি অবশ্য এখনো ঘোষণা করা হয়নি।
দেখে নিন ভারতীয় দল-
টি-টুয়েন্টি দল-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও কিপার) শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, দিপক চাহার ও থাঙ্গারাসু নটরাজন।
ওয়ানডে দল-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও কিপার), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, শার্দুল ঠাকুর, সাঞ্জু স্যামসন।
টেস্ট দল-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা, রিশাব পান্ত, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদিপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ।
Discussion about this post