যতো দিন যাচ্ছে নিজেকে ইর্ষনীয় এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। মুম্বাইয়ে তার ব্যাট থেকে রোববার দেখা গেল ২৩৫ রানের এক ঝলমলে ইনিংস। তবে নীচের সারির ব্যাটসম্যান জয়ন্ত যাদবকে নিয়ে দারুণ লড়লেন তিনি। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন যাদব। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া সেই ইনিংসে ১০৪ রানে আউট হন তিনি।
এদিন আরেকটি রেকর্ডের মালিক হলেন যাদব। অধিনায়ক কোহলির সঙ্গে অষ্টম উইকেট জুটিতে তুলেছেন ২৪১ রান। ৫৮ ওভার ৪ বল খেলেছেন তারা। ভারতীয় ক্রিকেটে অষ্টম উইকেটে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তারা। এর আগে মোহাম্মদ আজহারউদ্দিন ও অনিল কুম্বলে অষ্টম উইকেটে করেন ১৬১ রান।
মুম্বাইয়ে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলে ৬৩১ রান। প্রথম ইনিংসে ২৩১ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড টেস্টের ৪র্থ দিন শেষ করে ৬ উইকেটে ১৮২ রানে। ইনিংস হার এড়াতে আরো চাই ৪৯ রান।
এই টেস্ট জিতলেই সিরিজ নিজেদের করে নেবে ভারত। ২-০তে এগিয়ে আছে কোহলির দল।
Discussion about this post