তার ব্যাট হাতে মাঠে নামা মানেই যেন রান ফোয়ারা! শনিবার ব্যাটে আরো একবার ঝড় তুললেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে জিততে না পারলেও কথা বলল তার ব্যাট। ৪২ বলে ৬৫ করলেন কোহলি। এই ইনিংস দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে গেলেন তিনি।
এখন অব্দি ৫০ ইনিংসে ১ হাজার ৯৪৩ রান করেছেন কোহলি। ভারত অধিনায়ক টপকে গেলেন ১ হাজার ৮৮৯ রান করা শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ ম্যাচে ২ হাজার ১৪০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।
কোহলি এদিন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০০ বাউন্ডারি মেরেছেন। তালিকার প্রথম দুজন হলেন দিলশান ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ।অঅর সব মিলিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানও পূর্ণ হলো কোহলির। ২১২টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ইতিহাসে ৭ হাজার রান আছে শুধু ক্রিস গেইলের। ১৯২ ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ এই ওপেনার।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শীর্ষ ৪ রান সংগ্রাহক
রান | ম্যাচ | গড় | সর্বোচ্চ | |
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) | ২১৪০ | ৭১ | ৩৫.৬৭ | ১২৩ |
বিরাট কোহলি (ভারত) | ১৮৯২ | ৫৪ | ৫৪.০৬ | ৯০* |
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) | ১৮৮৯ | ৮০ | ২৮.১৯ | ১০৪* |
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) | ১৮৫৫ | ৬৩ | ৩৪.৩৫ | ১০১* |
Discussion about this post