এখনই সেই উৎসবটা শুরু করে দিতে পারে ভারত। কারণ ৪ টেস্টে মাত্র একটিতেই জিতলেই তো কেল্লাফতে! এমনিতে ঘরের মাঠে বরাবরই বাঘ তারা। সেখানে এতো বড় সিরিজে জয় তো অবধারিত! সেখানে সেই একটিই জয়ই তাদের অ্যাকাউন্টে এনে দেবে মোটা অংকের অর্থ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেলে ভারতীয় ক্রিকেট দল পাবে ১ মিলিয়ন ডলারের চেক। একটি টেস্টে জিতলেই ১ এপ্রিল পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটা নিশ্চিত বিরাট কোহলির দলের।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই অজিদের সঙ্গে লড়বে ভারত। কেননা, এখন ভারতের রেটিং পয়েন্ট ১২১। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১০৯। অাসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া যদি ৩-০ কিংবা ৪-০ ব্যবধানে জেতে, তাহলেই ভারতকে পেছনে ফেলতে পারবে। এমন কী ৩-১ ব্যবধানে জিতলেও হবে না! মোট কথা ভারত যদি একটা টেস্ট হলেও জিতে তাহলেও লাভ হবে না অস্ট্রেলিয়ার।
আগামী ১ এপ্রিলের মধ্যে যে দল র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে তাদেরই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার দেওয়া হয়। ট্রফির সঙ্গে নিয়ম অনুযায়ী দেয়া হয় ১ মিলিয়ন ডলার! সর্বশেষ দুই ভারত সফরেই হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। সেই সুখস্মৃতি সঙ্গে থাকবে কোহলিদের।
শীর্ষে থাকার এই মিশনটা শুরু হয়ে যাবে ২৩ ফেব্রুয়ারি। এদিন পুনেতে শুরু দুই দেশের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।
Discussion about this post