ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটিংয়ে ভয়াবহ বিপর্যয়ে হাল ধরেছিলেন স্টিভেন স্মিথ ও ন্যাথান কোল্টার-নাইল। বিশ্বকাপে আট নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। এরপর বল হাতে আগুন ঝরালেন মিচেল স্টার্ক। এবারের আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেন তিনি। তারই পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪৯ ওভারে অলআউট হয়ে করে ২৮৮ রান। জবাব দিতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানে থামে উইন্ডিজ। ১৫ রানে ম্যাচ জিতে নেয় অজিরা।
এটি চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে তারা হারায় আফগানিস্তানকে। পাকিস্তানকে হারিয়ে শুরু করলেও এবার হার দেখল উইন্ডিজ।
জিততে উইন্ডিজের লক্ষ্য ছিল ২৮৯ রান। কিন্তু স্টার্ক ৪৬ রানে ৫ উইকেট নিয়ে সব শেষ করে দেন। তারপরও শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ফেরেন ক্রিস গেইল। ১৭ বলে ২১ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে টপকে যান তারই দেশের লিজেন্ড স্যার ভিভ রিচার্ডসকে।
বিশ্বকাপে উইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে এখন দুইয়ে আছেন গেইল। সামনে কিংবদন্তি ব্রায়ান লারা। বিশ্বকাপে ২৩ ম্যাচে ১০১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে দুই নম্বরে ছিলেন রিচার্ডস। তাকে পেছনে ফেলে গেইলের রান ২৮ ম্যাচে ১০১৫।
এরপর নিকোলাস পুরান করেন ৪০ রান। ২১ রানে ফেরেন শিমরন হেইটমায়ের। শাই হোপ ৬৮ রান করে ফিরলে চাপে পড়ে দল। তবে ৫৭ বলে ৫১ রান করে ম্যাচ জমিয়ে ফেরেন জেসন হোল্ডার। কিন্তু লাভ হয়নি।
এর আগে ব্যাট করতে নেমে ৭৯ রানে অজিরা হারায় ৫ উইকেট। তারপর স্টিভেন স্মিথ ও নাথান কুল্টার নাইল দুর্দান্ত খেলেন। স্মিথ করেন ৭৩ রান। ন্যাথান ৯২। বিশ্বকাপে আট নম্বরে নেমে এটিই সর্বোচ্চ রানের কীর্তি। এটিই তার প্রথম ফিফটি। ম্যাচসেরা তিনিই।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৮৮/১০ (ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬, খাজা ১৩, স্মিথ ৭৩, ম্যাক্সওয়েল ০, স্টয়নিস ১৯, কেয়ারি ৪৫, কোল্টার-নাইল ৯২, কামিন্স ২, স্টার্ক ৮, জ্যাম্পা ০*; টমাস ২/৬৩, কটরেল ২/৫৬, রাসেল ২/৪১, ব্র্যাথওয়েট ৩/৬৭, হোল্ডার ১/২৮)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৭৩/৯ (গেইল ২১, লুইস ১, হোপ ৬৮, পুরান ৪০, হেটমায়ার ২১, হোল্ডার ৫১, রাসেল ১৫, ব্র্যাথওয়েট ১৬, নার্স ১৯*, কটরেল ১, টমাস ০*; স্টার্ক ৫/৪৬, কামিন্স ২/৪১, জ্যাম্পা ১/৫৮)
ফল: অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী
ম্যাচসেরা: নাথান কোল্টার-নাইল
Discussion about this post