হঠাৎ করেই ক্রিকেটাঙ্গনে একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে- সম্পর্কটা ভাল যাচ্ছে না ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। অনেকেই বলছেন- কোচের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে অধিনায়কের! তবে এই খবরকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন মাশরাফি।
টাইগারদের ওয়ানডে অধিনায়কের দাবী কোচের সঙ্গে তার সম্পর্কটা আগের মতোই মজবুত। মাশরাফি বলেন, ‘আমরা একে অন্যকে ভালো করে বুঝতে পারি। যখন আপনি কারো সঙ্গে অনেকদিন ধরে কাজ করবেন, এরকম গুজব রটে যাওয়া খুৃবই স্বাভাবিক। আমাদের এখানেও ঠিক তাই হয়েছে। এখন যে কারও জন্যই এরকম মন্তব্য করে বসা খুব সহজ। তাদেরকে থামানোটাও কঠিন, কারণ তারা তো প্রকৃত সত্যটা জানে না। যখন আপনি দীর্ঘদিন যাবত কারও সঙ্গে পথ চলবেন, নিশ্চিতভাবেই সেখানে কিছু ব্যাপার ঘটবেই।’
মাশরাফি মনে করে সম্পর্কের টানাপোড়েন হওয়ার মতো কিছু ঘটে নি। ওয়ানডে অধিনায়ক জানালেন, ‘আমাদের সাম্প্রতিক ফলাফলের দিকে নজর দিন। অনেক উত্তর পেয়ে যাবেন।আমার মনে হয় না আমাদের আর এ ব্যাপারে কিছু বলার আছে। কখনো কখনো এমন হয়েছে যে আমি নির্দিষ্ট উপায়ে একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং তিনিও তাতে সায় দিয়েছেন। আমি যদি তাতে ব্যর্থও হই, তিনি কিছু বলেন নি। আবার এমন সময়ও এসেছে যখন তিনি বলেছেন, ‘এটা এভাবে করো’, আর আমি বলেছি, ‘আচ্ছা তবে এটাই চেষ্টা করে দেখি’। সেই সিদ্ধান্তটা কাজ করুক বা না করুক, আমরা কখনো একে অপরের দিকে আঙ্গুল তুলিনি।’
মাশরাফি এভাবে পুরো বিষয়টা পরিস্কার করে দেয়ার পর নিশ্চয়ই গুঞ্জন কিছুটা কমবে।
Discussion about this post