ক্রিকবিডি২৪.কম ডেস্ক
দক্ষিণ এশিয়ার অলিম্পক বলে কথা। এই অঞ্চলের সেরা গেমসে সব মিলিয়ে ভালই কাটল বাংলাদেশের। এবার রেকর্ড স্বর্ণ পদক জিতেছেন প্রতিযোগীরা। গেমসের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ১৮ সোনার পদক পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মিলল ১৯টি।
মঙ্গলবার শেষ হয়েছে নেপালে এসএ গেমস। যেখানে ১৯টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য, ৯০টি ব্রোঞ্জসহ মোট ১৪২টি পদক জিতেছে বাংলাদেশ। এরমধ্যে আর্চারি থেকে এসেছে দশটি সোনা।
এসএ গেমস-২০১৯ বাংলাদেশের পদক তালিকা
ডিসিপ্লিন স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ সর্বমোট
অ্যাথলেটিক্স ০ ১ ১ ২
আরচারি ১০ ০ ১ ১১
ব্যাডমিন্টন ০ ০ ১ ১
বাস্কেটবল ০ ০ ০ ০
বক্সিং ০ ১ ৬ ৭
ক্রিকেট ২ ০ ০ ২
সাইক্লিং ০ ০ ০ ০
ফেন্সিং ১ ৩ ৭ ১১
ফুটবল ০ ০ ১ ১
গলফ ০ ৪ ০ ৪
হ্যান্ডবল ০ ০ ১ ১
জুডো ০ ০ ১১ ১১
কাবাডি ০ ০ ২ ২
কারাতে ৩ ৩ ১২ ১৮
খো-খো ০ ১ ১ ২
শুটিং ০ ৬ ৪ ১০
স্কোয়াশ ০ ০ ০ ০
সাঁতার ০ ৩ ৮ ১১
টেবিল টেনিস ০ ০ ২ ২
তায়কোয়ান্দো ১ ০ ১০ ১১
টেনিস ০ ০ ০ ০
ভলিবল ০ ০ ০ ০
ভারোত্তোলন ২ ৬ ৫ ১৩
কুস্তি ০ ২ ৭ ৯
উশু ০ ৩ ১০ ১৩
সর্বমোট ১৯ ৩৩ ৯০ ১৪২
Discussion about this post