ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের পাকিস্তান সফর ছিল অনিশ্চিত। কিন্তু মঙ্গলবার আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের সঙ্গে আলোচনার পরই সব পরিস্কার হয়। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশটিতে সফরে যেতে রাজি হয়েছে। তবে একবার পূর্ণাঙ্গ সিরিজটি তিনধাপে খেলতে যাবে টাইগাররা। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি সব নাজমুল হাসান। সেই তিনিই বুধবার সকালে দেশে ফিরে জানতে চেয়েছেন কেন এ সফর নিয়ে এতো সমালোচনা।
বাংলাদেশ দল প্রথম দফা পাকিস্তানে যাবে জানুয়ারিতে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ফেব্রুয়ারিতে সেখানে দলটি যাবে একটি টেস্ট খেলতে। এদিকে এ বছরের এপ্রিলে আবার একটি ওয়ানডে ও সিরিজের বাকি টেস্ট খেলতে উঠবে লাল-সবুজ প্রতিনিধিরা।
আসন্ন পাক সফরে বাংলাদেশ খেলবে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে। বিষয়টা দাঁড়াচ্ছে এমন—বাংলাদেশ প্রথমে খেলবে সাদা বলে। পরের সফরে লাল বলে। শেষ সফরে সাদা ও লাল দুটিই। পাকিস্তান সফরের মাঝেই ফেব্রুয়ারি-মার্চে দেশের মাঠে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ে সিরিজ। ঘন ঘন সংস্করণ বদল আর ভ্রমণের ধকল সামলে ক্রিকেটাররা কতটা মনোযোগ ধরে রাখতে পারবে, ধারাবাহিক ভালো খেলতে পারবে সেটি নিয়েও উঠেছে প্রশ্ন।
বিসিবি কেন পিসিবির এই জটিল সূচিতে রাজি হলো, এ নিয়ে নানা শ্লেষ-ব্যঙ্গাত্মক আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। বিসিবির কর্তারাও স্বীকার করছেন বাংলাদেশ ক্রিকেট দল আগে এমন জটিল সূচিতে খেলেনি।
আজ দুবাই থেকে ফিরে সাংবাদিকদের কাছে বিসিবি সভাপতি নাজমুল হাসান উল্টো জানতে চাইলেন, কেন এ বিষয়ে এত সমালোচনা হচ্ছে, ‘আমি জানি না এটা কেন বলা হচ্ছে। ওরা (পিসিবি) কখনই বলেনি আমরা টি-টোয়েন্টি খেলে আসব। তারা প্রথমে বলেছে পুরো সিরিজ খেলতে হবে। পরে বলেছে, আগে টেস্ট খেলতে হবে। এখন এটা তারা (সমালোচকেরা) কেন বলছে এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার কাছে অদ্ভুত লাগছে। আমরা যেটা বলেছি আমার মনে হয় সেটাই হয়েছে। আমি যেদিন প্রথম সংবাদমাধ্যমে বলেছি, আমরা প্রথমে যাব টি-টোয়েন্টি খেলতে, পরে খেলব টেস্ট।’
এফটিপি অনুযায়ী এবার পাক সফরে বাংলাদেশের খেলার কথা ছিল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট। কিন্তু মঙ্গলবার পাক বোর্ড প্রধানের সঙ্গে বিসিবি বসের বৈঠকের পর সেই সুচিতে যুক্ত হয়েছে একটি ওয়ানডে। কেন এমন হল? ব্যাপারটি আজ দেশে ফিরে পরিস্কার করেছেন নাজমুল হাসান পাপন, ‘পাকিস্তানের অনেক ক্ষতি (আর্থিক) হচ্ছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে খেলার আগে আমাদেরও একটা প্র্যাকটিস ম্যাচ দরকার। একটা সফর তিনবারে আয়োজন করতে গিয়ে তাদের অনেক খরচ বেড়ে গেছে।’
Discussion about this post