ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভাল-মন্দ মিলিয়ে বাংলাদেশ অধ্যায়টা কেটেছে স্টিভ রোডসের। কিন্তু এভাবে হঠাৎ করেই যে চাকরিটা হারাবেন ভাবতেও পারেন নি তিনি। এমনটা জানলে নিজ দেশ ইংল্যান্ড থেকে বিশ্বকাপ শেষে হয়তো বাংলাদেশেই ফিরতেন না রোডস। ঢাকায় ফেরার ২৪ ঘন্টার মধ্যেই শুনতে হয়েছে দুঃসংবাদ। চাকরিটা আর নেই।
তবে সব মিলিয়ে বাংলাদেশ অধ্যায়ে সাফল্যটা মন্দ নয় তার। আরেকজন হেড কোচ নিয়োগের আগেই তাকেই কীনা সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিইও নিজামুদ্দিন চৌধরী সুজন জানিয়েছেন, দুই পক্ষের সম্মতিতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। অথচ আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হেড কোচ থাকার কথা ছিল রোডসের। চুক্তির মেয়াদ ফুরনোর এক বছর আগেই কোচের দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে।
গত বছরের ৭ জুন চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় কোচ হন রোডস। এরপর তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। অবশ্য ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। এরপর টি-টুয়েটি সিরিজে ২-১ ব্যবধানে হারে সাকিব আল হাসানের দল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপেও ভালো খেলে বাংলাদেশ। ফাইনালে অবশ্য ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল টাইগাররা। এরপর ইংলিশ এ কোচের অধীনে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য বিশ্বকাপের আগে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতে টাইগাররা।
অবশ্য বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখলেো্ গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে হয়। ৯ ম্যাচে মাত্র ৩ জয় পাওয়ায় সেমিতে খেলা হয়নি বাংলাদেশের। এই ব্যর্থতার কারণে চাকরি হারাতে হয়েছে বাংলাদেশের প্রধান কোচ রোডসকে।
তার অধীনে ৮ টেস্টে ৩টিতে জয় পায় বাংলাদেশ। বাকি পাঁচটি ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। এক বছরে ৩০ ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচেই জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ১৩টি ম্যাচে হেরেছে দল। টি-টুয়েন্টিতে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় আর তিনটিতে হার।
এদিকে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হলোনা। চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি ফিজিও তিহান চন্দ্রমোহনেরও। তবে পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের চুক্তি দুই বছর বাড়ানো হয়েছে।
শেষ স্টিভেন রোডস অধ্যায়। ফের হেড কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। অথচ এ মাসেই তিন ম্যাচের ওয়ানডে খেলতে দল যাচ্ছে শ্রীলঙ্কা!
Discussion about this post