এইতো আসছে বছরের মার্চে তিনি ৩৫-এ পা দেবেন। বয়স বলছিল আরো কিছুদিন ইচ্ছে করলেই খেলে যেতে পারতেন তিনি। ফর্ম এমন কোন পড়তির দিকে নয় যে এখনই বলতে হবে গুডবাই। তারপরও ক্রিকেটকে বিদায় বললেন গ্রায়েম সোয়ান। সিরিজ সিরিজের মাঝপথেই এমন সিদ্ধান্ত নিলেন এই ইংলিশ স্পিনার জানিয়ে দিলেন, ’অনেক হল। এবার গুডবাই!’
তাইতো বিস্তর গবেষণা চলছে- কেন হঠাৎ এমন ঘোষণা দিলেন সোয়ান?
আসলে আরো একটা অ্যাশেজে অস্ট্রেলিয়া বধের রুপকার হতে চেয়েছিলেন তিনি। বলা দরকার ইংল্যান্ডের আগের তিন অ্যাশেজ জয়ের পেছনে বড় অবদান ছিল সোয়ানের। টানা চতুর্থ অ্যাশেজ জয়ে অবদান রাখতে চেয়েছিলেন। যদিও সেটা আর সম্ভব নয়।
অজিদের কাছে প্রথম তিন ম্যাচে হেরে অ্যাশেজ হাতছাড়া হয়ে গেছে। এ কারনেই নাকি বাকী ২ টেস্টে খেলার কোনো মানে খুঁজে পান না এই স্পিনার।
দারুণ মজার মানুষ তিনি। ড্রেসিংরুমে সতীর্থদের হাসাতেন সবসময়। তাইতো উপাধিটাও পেয়েছিলেন- ‘জোকার’।
বিদায় বেলায় সোয়ান বললেন, ‘৭ বছর ধরে ইংল্যান্ড দল আমার কাছে ঠিক পরিবারের মতো। তাই অবসরের সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু অবসরের জন্য এটাই উপযুক্ত সময় মনে হয়েছে আমার কাছে। যে যা-ই বলুক, আমি আমার সম্পর্কে সবচেয়ে ভালো জানি। তাই আমার সিদ্ধান্তটা সঠিক। পাঁচদিনের ম্যাচ খেলার মতো শারীরিক সক্ষমতা আমার এই মুহূর্তে নেই।’
৭৯টি একদিনের ম্যাচে ১০৪টি উইকেট নেন সোয়ান। এ ডানহাতি অফ স্পিনার টেস্ট অভিষেক হয় ২০০৮ সালে। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ৬০টি ম্যাচ খেলে নেন ২৫৫টি উইকেট।
এ অবস্থায় তার পরিস্কার হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিলেন সোয়ান। তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মন্টি পানেসারকে।
গ্রায়েম সোয়ানের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
Discussion about this post