ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন দিনেশ কার্তিক। শুক্রবার ব্যাপারটি নিজেই দলটির কতৃপক্ষকে জানিয়েছেন। পরে এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করেছে কেকেআর।
চলতি আইপিএলে ঠিক ছন্দে নেই কেকেআর। এদিকে ব্যাট হাতেও নিজেকে মেলে ধরতে পারছেন না দিনেশ। সব মিলিয়ে এ তারকা পড়েছেন চাপে। এ অবস্থা থেকে মুক্তি পেতে আপাতত অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাইছেন তিনি। মূলত এ ব্যাপারটিই শুক্রবার কতৃপক্ষকে জানিয়েছেন এ ডানহাতি। সঙ্গে বলেছেন, ইয়ন মরগানের ঘাড়ে কেকেআরের নেতৃত্ব তুলে দিতে। শেষ অব্দি তিনিই হলেন কেকেআরের ক্যাপ্টেন।
দিনেশের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে শুক্রবার বিবৃতিতে কেকেআর বলেছে এমনটা, ‘ দিনেশ আমাদেরকে জানিয়েছে, ব্যাটিংয়ে ভালো করতে ও দলের জয়ে অবদান রাখতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে। তার ইচ্ছে কেকেআরের নেতৃত্ব দিক ইয়ন মরগান।’
এর আগে ২০১৮ সালে কেকেআরের নেতৃত্ব পেয়েছিলেন দিনেশ কার্তিক। গত দুই বছর টেবিলের ৫ নম্বরে থেকেই আইপিএল শেষ করেছিল দলটি। তারপরও দিনেশের ওপরই আস্থা রেখেছিল কেকেআর কতৃপক্ষ। কিন্তু এবারও দলটিকে ঠিক সেভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিলেন না কার্তিক। যে কারণে শুক্রবার নিজ ইচ্ছে থেকেই নেতৃত্ব ছাড়লেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এখন পর্যন্ত এ বছর ৭ ম্যাচে ৪ ম্যাচ জিতে কেকেআর অবস্থান করছে টেবিলের ৪ নম্বরে। ঠিক এ অবস্থায় দলটির নেতৃত্ব দিতে যাচ্ছেন মরগান। আজ রাতেই শক্ত প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে লড়তে হবে তাকে। দেখা যাক ইংলিশ রঙিন পোশাকের অধিনায়কের এবারের আইপিএলের নতুন শুরু কেমন হয়।
Discussion about this post