ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে গুঞ্জন সত্য হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন স্টিভেন স্মিথ। বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। বল টেম্পারিংয়ে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তিনি। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাধা নেই তার। এই সুযোগই স্মিথকে দলে নিয়েছে কুমিল্লা।
একদিন আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইঙ্গিত দিয়েছিল তারা দলে নিচ্ছে স্টিভেন স্মিথকে। বুধবার সেই খবরের সতত্য মিলল। অজি এই ক্রিকেটারও ভিডিও বার্তায় জানালেন বিপিএলে খেলতে তিনি মুখিয়ে আছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে শিরোপার লড়াইয়ে যোগ দিলেন নতুন ভিক্টোরিয়ান, সাবেক অজি কাপ্তান এবং বিশ্ব কাঁপানো ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। প্রথমবারের মত বিপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কুমিল্লা সমর্থকদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা।’
ভিডিওতে স্মিথ বলেন, ‘আমি স্টিভেন স্মিথ। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত আর উচ্ছ্বসিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধন্যবাদ যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আশা করছি ভিক্টোরিয়ান্সকে বিপিএলের শিরোপা এনে দিতে পারবো। শিগগিরই দেখা হচ্ছে আমাদের।’
ভিক্টোরিয়ান্সে খেলা আগেই নিশ্চিত হয়ে আছে পাকিস্তানের শোয়েব মালিকের। তবে তিনি প্রথম চার ম্যাচ খেলে চলে যাবেন। এরপরই পঞ্চম থেকে দলের দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ।
জানুয়ারির ৫ তারিখে শুরু হতে যাওয়া বিপিএলে স্টিভেন স্মিথই নয়, প্রথমবারের মতো দেখা যাবে তারই সতীর্থ ডেভিড ওয়ার্নারকেও। আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্নার সিলেট সিক্সার্সে। রংপুর রাইডার্সে প্রোটিয়াদের সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স।
স্মিথ আসাতে কুমিল্লার ব্যাটিং হবে আরও দুর্দান্ত। তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, এনামুল বিজয় এর সাথে মিডল অর্ডারে ইনিংস গড়ার দায়িত্ব পালন করবেন শোয়েব মালিক-স্টিভেন স্মিথরা। জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরাদের মতো হিটাররাও থাকবেন। এদিকে পেস বোলিংয়ে দলটির দায়িত্বে থাকছেন আবু হায়দার রনি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দীন, মোহাম্মদ শহীদ। তাদের সঙ্গে স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করতে তৈরি শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোশাররফ রুবেল আর লিয়ান ডসনরা।
Discussion about this post