ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ফের ফিরে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকা ডায়নামাইটসকে একদিন আগেই হারিয়ে জিতে নিয়েছে বিপিএলের শিরোপা । এই সাফল্যে মেিাটা অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে দলটি। ট্রফির সঙ্গে জিতেছে ২ কোটি টাকা। রানার্সআপ ঢাকা পুরস্কার হিসেবে পেয়েছে ৭৫ লাখ টাকা।
এবারের বিশ্বকাপের সেরা ফুটবার হয়েছেন সাকিব আল হাসান। তিনি পেলেন ৪ লাখ ১৯ হাজার টাকা অর্থ পুরস্কার। সাকিব আল হাসান এবার ১৫ ম্যাচে ৭.২৫ ইকোনমিতে ২৩ উইকেট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছেন বিপিএল। ১৬ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।
ফাইনালে ব্যাটে ঝড় তুলেন তামিম ইকবাল। তিনিই হয়েছেন ফাইনালে সেরা। ৬১ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস এসেছে কুমিল্লার এই ব্যাটসম্যানের ব্যাটে। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার টাকা। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে কুমিল্লার তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। ১৪ ম্যাচে ৩৮.৯১ গড়ে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে তিনি করেন ৪৬৭ রান।
শীর্ষে রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোর। এ বাঁহাতি ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৬৯.৭৫ গড়ে ১ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে তুলেন ৫৫৮ রান।
চলুন দেখে নেই ষষ্ঠ বিপিএলে কোন দল কতো টাকা পেল-
চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা
রানার্স আপ দল :৭৫ লাখ টাকা
ফাইনালের সেরা : ১ লাখ ৬৭ হাজার টাকা
টুর্নামেন্ট সেরা : ৪ লাখ ১৯ হাজার টাকা
Discussion about this post