কঠিন এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। হায়দ্রাবাদ টেস্টে জিততে সোমবার শেষদিনে চাই ৩৫৬ রান। হাতে ৭ উইকেট। সন্দেহ নেই এই লড়াইয়ে জেতা কঠিনতম এক মিশন। আবার দিনটা পার করে দিয়ে ড্র করাটাও সহজ নয়। লড়াইটা অবশ্য হাতছাড়া হয়ে গেছে শেষ বিকেলে। মাত্র ১৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার ও মুমিনুল হক। তার আগে আউট তামিম ইকবাল। এই তিন ধাক্কায় চাপে সফরকারীরা। রোববার দিন শেষে হায়দ্রাবাদ টেস্টে এক কথায় চালকের আসনে ভারতই।
টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ ২য় ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ১০৩ রান। মাহমুদুল্লাহ ৯ ও সাকিব আল হাসান ২১ রানে সোমবার সকালে নামবেন। ভারতের বিপক্ষে জয় থেকে এখনো ৩৫৬ রান দুরে আছে মুশফিকের দল। হাতে ৭ উইকেট। তিন সেশন, অর্থাৎ ৯০ ওভার। হিসেবটা কঠিন তো বটে! কারণ খেলাটা যে ভারতের মাটিতে হচ্ছে। যেখানে অতিথিদের এমন সাফল্যের রেকর্ড খুব একটা নেই।
এর আগে বাংলাদেশের সামনে জয়ের জন্য কঠিন লক্ষ্য দেয় ভারত। রোববার চা বিরতির আগে ভারত ২য় ইনিংসে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। লাঞ্চের আগে ১ম ইনিংসে ১২৭.৫ ওভারে ৩৮৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহীম করেন ১২৭। টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৬৮৭ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে ভারত।
রাজিব গান্ধী স্টেডিয়ামে শেষদিনে ইস্পাত কঠীন দৃঢ়তা দেখালেই কেবল ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস : ১৬৬ ওভারে ৬৮৭/৬ ইনিংস ঘোষণা (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ২০৪, রাহানে ৮২, ঋদ্ধিমান ১০৬*, অশ্বিন ৩৪, জাদেজা ৬০*; তাসকিন ১/১২৭, রাব্বি ০/১০০, সৌম্য ০/৪, মিরাজ ২/১৬৫, সাকিব ০/১০৪, তাইজুল ৩/১৫৬, সাব্বির ০/১০, মাহমুদুউল্লাহ ০/১৬)।
ভারত ২য় ইনিংস : ১৫৯/৪ ইনিংস ঘোষণা (পুজারা ৫৪, কোহলি ৩৮, রাহানে ২৮; তাসকিন ২/৪৩, সাকিব ২/৫০)
বাংলাদেশ ১ম ইনিংস : ১২৭.৫ ওভারে ৩৮৮/১০ (তামিম ২৪, সৌম্য ১৫, মুমিনুল ১২, মাহমুদউল্লাহ ২৮, সাকিব ৮২, মুশফিক ১২৭, সাব্বির ১৬, মিরাজ ৫১, তাইজুল ১০, তাসকিন ৮; ভুবনেশ্বর ১/৫২, ইশান্ত ১/৬৯, অশ্বিন ২/৯৮, যাদব ৩/৮৪, জাদেজা ২/৭০)
বাংলাদেশ ২য় ইনিংস : ৩৫ ওভারে ১০৩/৩ (সৌম্য ৪২, মুমিনুল ২৭, মাহমুদুল্লাহ ৯*, সাকিব ২১*; অশ্বিন ২/৩৪, জাদেজা ১/২৭)।
Discussion about this post