সবঠিক থাকলে এবছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুটি দলই আসবে বাংলাদেশ সফরে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
জানা গেল, নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। বলা হচ্ছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারে নিউজিল্যান্ড। তারপর সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু সূচি পাল্টে যাচ্ছে-কিউইদের আগেই বাংলাদেশে আসছে অজিরা।
আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। তারপর নিউজিল্যান্ড আসবে বাংলাদেশ সফরে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আসছে জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুর দিকে বাংলাদেশে আসবেন গ্লেন ম্যাক্সওয়েলরা। অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হলেও আরও দুটি ম্যাচ অন্তুর্ভুক্ত করার পরিকল্পনা আছে বিসিবির। যদিও এটি নিয়ে এখনো তেমন কিছুই চূড়ান্ত হয়নি।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। সেটি নিয়েও আছে অনিশ্চয়তা।
Discussion about this post