ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লন্ডনের ওভালে বিশ্বকাপের দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। জিতেছে একটিতে। দক্ষিণ আফ্রিকারকে হারানোর পর একটুর জন্য নিউজিল্যান্ডকে বধ করা যায়নি। সেই আক্ষেপ নিয়ে এবার টাইগাররা
আরেক প্রিয় ভেন্যু কার্ডিফে পৌঁছেছে। এখানে ৮ জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবেন মাশরাফি বিন মর্তুজারা।
এই মাঠে এর আগে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ দল। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়। এরপরই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ধরা দেয় জয়।
লন্ডন থেকে স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় কার্ডিফে পা রাখে বাংলাদেশ দল। টিম হোটেলে বিশ্রাম শেষে সন্ধ্যা ৬টায় ওয়েলসে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে থাকেন মাশরাফি-মুশফিকরা।
এর আগে বিশ্বকাপের প্রথম এক সপ্তাহ লন্ডনে কেটেছে টাইগারদের। কেনিংটন ওভালে (দ্য ওভাল) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় দল। এরপর বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের আক্ষেপের হার।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন অথবা মিডিয়া সেশন নেই। শুক্রবার অনুশীলনে নেমে পড়বে দল। ইংলিশ বধের পরিকল্পনা করছেন টাইগাররা।
Discussion about this post