ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে। সেই আয়োজনে ভাল করতে এখনই প্রস্ততি শুরু করে দিচ্ছে বাংলাদেশ। তার আগে সাকিব আল হাসানরা কাউন্টি ক্রিকেটে খেলুক চাইছে- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ স্টিভ রোডসের সাহায্যে নিয়ে কাউন্টি ক্লাবগুলো সঙ্গে যোগা যোগ করতে শুরু করেছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানালেন।
নির্বাচকদের বিশ্বাস কাউন্টি খেললে বিশ্বকাপে ভাল করা হসজ হবে সাকিবদের। এর আগে কাউন্টি ক্রিকেটের তিন ফরম্যাটে একবারই খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান খেলেছেন টি-টুয়েন্টিতে। এবার বিসিবি চাইছে ২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কন্ডিশন ও নিজেদের খেলার উন্নতি করতে আবারো সেখানে খেলতে যাক টাইগাররা।
ধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন , ‘আমি স্টিভ রোডসকে বলেছি যাতে সে আমাদের জন্য কাউন্টি ক্রিকেটের দরজা খোলার ব্যাপারে কিছু করে। সে উত্তর দিয়েছে যে চেষ্টা করবে। এ মাসের ২৭ তারিখে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে আমরা আবারো এ ব্যাপারে আলোচনায় বসবো। খেলা না থাকলে খেলোয়াড়দের করার কিছুই থাকে না। সেসময়টা তারা ইংল্যান্ডে গিয়ে খেলতে পারে। সেখানে অনেক অনেক ক্রিকেট হয়।’
এছাড়া মিনহাজুল আরো বলেন, ‘প্রথমে রোডসকে ক্লাবগুলোর এজেন্টদের সাথে কথা বলতে হবে। তারপর হয়তো তারা কোন ব্যবস্থা নিতে পারবে। এমন অনেক এজেন্ট আছে যাদেরকে পর্যাপ্ত তথ্য-উপাত্ত দিলে যথাযথ ক্লাবের সন্ধান দিয়ে থাকে।’
কাউন্টি ক্রিকেটের নতুন মৌসুম শুরু হতে খুব বেশি দেরি নেই। তবে এবার সুযোগ পেলেও খেলতে পারবেন না সাকিব-তামিমরা। আগামী মাসে এশিয়া কাপ। এরপরই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডি
Discussion about this post