কাউন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়ার ইতিহাস তেমন সমৃদ্ধ নয়। মুস্তাফিজুর রহমানকে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল। এরপর থেকেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের কাউকে দেখা যায়নি। মেহেদী হাসান মিরাজ এবার সুযোগ পেতে যাচ্ছেন কাউন্টিতে।
কাউন্টি ক্রিকেটে ওয়ানডে সুপার লিগ খেলার প্রস্তাব পেলেন ওয়ারউইকশায়ার কাউন্টি থেকে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে যাওয়া ইংলিশ স্পিনার জ্যাক লিনটটের সুপারিশে ওয়ারউইকশায়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মিরাজকে। লিনটট ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন।
ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজ-লিনটট মোহামেডানের হয়ে খেলেছেন। সেখানেই প্রথম কথা হয় তাদের। এরপর এবার পেলেন সুখবর।
মিরাজ গণমাধ্যমে বলেন, ‘দেখুন, ওয়ারউইকশায়ার থেকে একটা প্রস্তাব এসেছে। ওরা ওয়ানডে লিগে আমাকে খেলাতে আগ্রহী। আমিও খেলতে চাই। আগস্টে টুর্নামেন্টটা হবে। যদি সুযোগ মেলে, জাতীয় দলের খেলা না থাকলে ৪-৫টা ম্যাচ গিয়ে খেলবো। লিনটট ঢাকায় থাকতেই আমাকে ওখানে খেলার কথা বলেছিল। আমিও আগ্রহ দেখিয়েছিলাম। কাউন্টি ক্রিকেটের কথা সব সময়ই শুনেছি। এবার সুযোগ মিলেছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমিত পেলেই অবশ্য কাউন্টি খেলতে যেতে পারবেন মিরাজ। এখন টাইগার ক্রিকেটাররা ছুটিতে। কিছুদিন আগেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এসেছে। এআসছে মাসে আবার তাদের ব্যস্ততা শুরু হবে। ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে দুই দল।
Discussion about this post