আরো একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার অপেক্ষায় ছিলেন শাহরিয়ার নাফীস। কিন্তু হঠাৎ করেই শুনতে হল দুঃসংবাদ। তার দল বরিশাল বুলস নেই এবারের লিগে। দল বাদ পড়ায় বিস্মিত তিনি। বরিশালের এই সন্তান গণমাধ্যমের সঙ্গে বলছিলেন ‘আমি বিস্মিত। বরিশাল তো একটি প্রতিষ্ঠিত দল। শেষ পর্যন্ত দলটা যদি বাদই পড়ে তাহলে অবশ্যই কষ্ট থাকবে। কারণ আমি বরিশালের ছেলে হিসেবে অবশ্যই এই দলে হয়ে খেলতে চাই।’
তবে নিজে টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। এখন ফিটনেস ট্রেনিং করে সময় কাটাচ্ছেন। ঈদের পর স্কিল ট্রেনিং শুরু করবেন। তার বিশ্বাস শঙ্কা কাটিয়ে ঠিকই তিনি বরিশালে খেলবেন। তার দল বাদ পড়বে না।
এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা সেটা বরিশাল বুলস দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে পঞ্চম আসরে তাদের বাদ দেয়া হয়।
জানা যায় বিপিএল হবে ৭ দলের। নতুন যুক্ত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেট। তার আগে থেকেই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।
এমন কী নতুন আইকন হওয়া মুস্তাফিজুর রহমানও পড়লেন বিপাকে। হঠাৎ করেই আইকন থেকে তার নাম কাটা গেছে। প্লেয়ার্স ড্রাফটে উঠবে এই পেসারের নাম। সবকিছু ঠিক থাকলে বিপিএলের এবারের আসর শুরু হবে ২ নভেম্বর। তার দু’দিন আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
Discussion about this post