ফুল ফোটার আগেই ঝরে পড়ল! ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের কিশোরীটি স্বপ্ন দেখতো জাতীয় দলে খেলার। সেই ধাপ পেরিয়ে এগিয়েও যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন। কিন্তু তার জীবনটা ছবির মতো থমকে গেল। তিনদিন জ্বরে ভুগেই মারা গেছেন দেশের প্রতিশ্রুতিশীল এই কিশোরী ফুটবলার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ও কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।
কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সাবিনা। মঙ্গলবার তার অবস্থার দ্রুত অবনতি হয়। যে কারণে তাকে ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচাতে পারেননি কর্তব্যরত চিকিৎসক। সাবিনার মৃত্যুর পর সংবাদমাধ্যমকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, ‘আমরা সাবিনাকে জীবিত অবস্থায় পাইনি। আমাদের এখানে আনার পর পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন!’
এদিকে সাবিনার স্কুল কোচ মফিজুদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত দুদিন ধরেই সাবিনার জ্বর ছিল। ক্যাম্প শুরু না হওয়ায় সে ছুটিতে বাড়িতেই ছিল। দুপুরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে দেশের ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলসিন্দুর নারী ফুটবল দলের সদস্য ছিলো সাবিনা আক্তার। সেই প্রতিযোগিতাতেই সবার নজর কেড়েছিল সাবিনা। অনন্য এ মেধা অকালেই ঝরে গেলো।’
Discussion about this post