নিদহাস মানেই স্বাধীনতা। সেই আমেজ থাকল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। মঙ্গলবার রাতে লঙ্কানদের স্বাধীনতা ও ক্রিকেট বোর্ডের ৭০ বছর পূর্তিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে যেন রঙের মেলা বসেছিল। আর সেই উৎসবের রাতে ফেভারিট ভারতকে হারিয়ে নিদহাস ট্রফিতে পথচলা শুরু করল স্বাগতিকরা। লঙ্কানরা জিতল ৫ উইকেটে।
কলম্বোয় শিখর ধাওয়ানের ঝড়ো ৯০ রানের (৪৯ বলে) ইনিংস ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১৭৪ রান। কিন্তু কে জানতো সেই সংগ্রহটা ফু দিয়ে উড়িয়ে দেবে শ্রীলঙ্কা!
৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।
এই হারের পর ৮ মার্চ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত। এর আগে প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৭৪/৫ (রোহিত ০, ধাওয়ান ৯০, রায়না ১, মনিশ ৩৭, পান্ত ২৩, কার্তিক ১৩; চামিরা ২/৩৩, প্রদিপ ১/৩৮, দনঞ্জয়া ০/৩৭, থিসারা ০/৩৫, জিবন ১/২১, গুনাথিলাকা ১/১৬)।
শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১৭৫/৫ (গুনাথিলাকা ১৯, কুসল মেন্ডিস ১১, কুসল পেরেরা ৬৬, চান্দিমাল ১৪, থারাঙ্গা ১৭, শানাকা ১৫*, থিসারা ২২*; উনাদকাট ১/৩৫, সুন্দর ২/২৮, শার্দুল ০/৪৪, যুজবেন্দ্র ২/৩৭, বিজয় ০/১৫, রায়না ০/১৪)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কুসল পেরেরা
Discussion about this post