এবার কলকাতা নাইট রাইডার্স রেখে দিল না সাকিব আল হাসানকে। ২০১১ সালের পর থেকে গত ৭ বছরে দলটির জার্সিতেই আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এবার দলবদলে উন্মুক্ত হয়ে যাচ্ছেন তিনি। সাকিবের দল নির্ধারণ হবে নিলামে। এনিয়ে অবশ্য আক্ষেপ নেই সাকিবের। জানালেন, ‘এখানে ভালো লাগা-খারাপ লাগার কোনো বিষয় নেই। নিলামে নাম থাকবে, যদি কোনো দল নেয় তাহলে ভালো। আর না করলেও ব্যাপার না।’
এ অবস্থায় আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামে উঠতে হচ্ছে তাকে। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন সাকিব। ২০১২ সালে ৮টি আর ২০১৪ সালে ১৩টি ম্যাচ খেলে শিরোপা জিততেও সাহায্য করেন দলকে। ২০১৬ সালে ১০টি ম্যাচে খেলেন। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৪৩ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরি সহ ৪৯৮ রান করেছেন সাকিব। নিয়েছেন ৪৩টি উইকেট।
মুস্তাফিজুর রহমানকেও দুই মৌসুম পর ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ১৭ উইকেট নিয়ে। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি।
মুস্তাফিজ-সাকিবের সঙ্গে এবার নিলামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আরও ৬ জন। তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আবুল হাসান রাজু ও সাব্বির রহমান।
Discussion about this post