ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
খবরটা গত কয়েকদিন ধরেই উড়ছিল বাতাসে। জামাল ভূইয়া নাকি যোগ দিচ্ছেন কলকাতা মোহামেডানে! এনিয়ে গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করতেই দেশে পা রাখলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। সাফ জানিয়ে দিলেন উত্তর। ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি হতেই এনিয়ে মুখ খুললেন জামাল।
অধিনায়ক জামাল জানালেন মোহামেডানে যোগ দেওয়ার খবরটি গুজব। এনিয়ে তার সঙ্গে ক্লাবটির কোন কথাই হয়নি। আপাতত নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়েই পরিকল্পনা করছেন তিনি। প্রস্তুত করছেন নিজেকে।
পল্টনের বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে জামাল জানালেন, ‘এটি গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি না। কোনো চুক্তির প্রস্তাবও নেই। কোনো চুক্তির প্রস্তাব পেলে বলব আপনাদের।’
১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই ম্যাচ সামনে রেখে গত শনিবার থেকে শুরু হয়েছে ফুটবল দলের অনুশীলন। দেশের বাইরে থাকায় জামাল যোগ দিলেন শুক্রবার। জানালেন, জয়ে চোখ তার, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিতে চাই। আশা করি ম্যাচ দুটি জিতব। এই দুটো ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে, জাতীয় দল পারফরম করতে পারে না।’
গত সাত মাস ডেনমার্কে ছিলেন জামাল। সেখানেই থাকে তার পরিবার। এ অবস্থাঢ ফিটনেসে ঘাটতি আছে। অধিনায়ক বললেন, ‘ফিটনেস শতভাগ নেই। এক সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।’
সব মিলিয়ে দ্রুত নিজেকে প্রস্তুত করে নিতে চান ফুটবল দলের অধিনায়ক জামাল।
Discussion about this post