ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় ডাকে দল পেলেন সাকিব আল হাসান ও লিটন দাস। অন্য তারকা ক্রিকেটার তাসকিন আহমেদকে কিনল না কোন দল। অবশ্য দলগুলোর আগ্রহের ভিত্তিতে ফের ডাকা হতে পারে বাংলাদেশের এই ক্রিকেটারের নাম। তার অংশ হিসেবেই লিটন দাসকে ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবারের মতো আইপিএলে ডাক পেলেন তিনি। একই দলে ফিরলেন সাকিব!
শুক্রবার কোচিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ২০২৩ আইপিএলের নিলাম। যেখানে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে প্রথম ধাপেই ডাকা হয় সাকিবের নাম। দেড় কোটি রুপি ফ্লোর প্রাইস থাকা এই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোন দল। যদিও একটা সময় ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন তিনি। পরে দল পান তিনি!
আইপিএলে গত নিলামে দল পাননি বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম ছিল তার। সেই ২০১১ সালের আইপিএলে প্রথমবার সুযোগ পান সাকিব। তখন খেলেন কলকাতা নাইট রাইডার্সে। এরপর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের আসরে একই দলে ছিলেন। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়নও হয় তার দল।
২০১৮ সাল সাকিব নাম লেখান সানরাইজার্স হায়দরাবাদ। ২০২১ আসরে ফিরে আসেন কলকাতায়। এবার এই দলেই তিনি!
এদিকে এবারের নিলাম ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে ছিলেন তাসকিন! অবশ্য ২০২৩ সালের এপ্রিলের পর যখন আইপিএল শুরু হবে তখন জাতীয় দল আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। তার মধ্যেই আইপিএলে দল পেয়ে গেলেন লিটন।
এবারের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখে স্যাম কারানকে কিনল পাঞ্জাব কিংস। ক্যামেরন গ্রিনের জন্য ১৭ কোটি ৫০ লাখ রুপি দিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখে চেন্নাই সুপার কিংসে বেন স্টোকস।
Discussion about this post