৯ টেস্ট পর দেশের বাইরে ড্রয়ের তৃপ্তি পেয়েছে বাংলাদেশ। কিন্তু পরের টেস্টেই সেই একই দৃশ্যপট। চেনা গেলো না কাউকে। ২০৯ রানের জয়ে সিরিজটাও নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। সেই মিশন শেষে মঙ্গলবার বিকেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে দেশে ফেরেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামে বাংলাদেশ। এর আগে দুটি টেস্ট খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে মুমিনুল হকের দল। মঙ্গলবার বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে টাইগাররা।
অবশ্য দেশে ফিরে বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। ৭ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে হবে তাদের। এর আগে গত ১ মে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। টেস্ট দল ও আইপিএল খেলতে থাকা দুই ক্রিকেটার বাদে সবাই এরইমধ্যে প্রস্তুতি ক্যাম্পে নাম লিখিয়েছেন।
সামনেই রোজার ঈদ। একারণেই লম্বা অনুশীলনের সুযোগ নেই। ৯ মে পর্যন্ত চলবে অনুশীলন। তারপর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি। তার আগে ১৬ মে ঢাকায় আসার কথা লঙ্কান দলের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি অবশ্য ঠিক করেনি বিসিবি।
করোনার জেরে স্থগিত হয়ে গেছে আইপিএল। এর মানে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দ্রুত দেশে ফিরতে পারবেন।সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। এক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। সাকিব বর্তমানে রয়েছেন আহমেদাবাদে। মুস্তাফিজ স্ত্রীসহ দিল্লিতে।
এদিকে সরকারী নির্দেশ অনুযায়ী গত এক মে থেকে কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী- ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসা যে কাউকে ১৪ দিনের কোয়েরেন্টিন পর্ব পালন করতে হবে। তবে দেশের বাইরে থেকে দেশে ফেরা ক্রিকেটারদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করা নিয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বিসিবি।
জানা গেল, মুমিনুল হকদের তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। দেশের বিমানে উঠার আগে প্রত্যেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট পেয়েছেন। এ অবস্থায় নিজ বাসায় কোয়ারেন্টাইন করতে পারেন।
Discussion about this post