ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিদিনই করোনাভাইরাসে মারা যাচ্ছে মানুষ। এমন সংবাদ যেন আর না কানে আসে, এজন্য বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন অর্থ দিয়ে সাহায্য করছেন। এরইমধ্যে বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররাও হাত বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার তাদের দেখানো পথে হাঁটলেন প্রথম শেণির ৯১ ক্রিকেটার। তারা নাকি করোনা ফান্ডে জমা দিয়েছেন ৯ লাখ ৮০ হাজার টাকা। এমনটাই জানা গেছে একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র থেকে।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে যারা বোর্ডের কাছ থেকে মাসিক ভাতা পান, সেই ৯১ জন তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা করোনা ফান্ডে দেবেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল এরই মধ্যে এ খবর নিশ্চিত করেছেন, ‘যেহেতু ৯১ ক্রিকেটারের বেতন এক কাঠামোতে না, তিন ক্যাটাগরিতে। তাই আমরা জানি না আসলে কার বেতন কত? সবার মাসিক মূল বেতনের পরিমাণ জানা গেলে, তখন বলা যাবে আসলে কত টাকা হয়েছে।’ তবে একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৯১ ক্রিকেটারদের এক মাসের বেতনের অর্ধেক পরিমাণ টাকার অঙ্ক হলো ৯ লাখ ৮০ হাজার ৩৭৫। তারা এই অর্থ দান করছেন কোয়াবের করোনা ফান্ডে।
আপাতত বিসিবি থেকে তিন ক্যাটাগরিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৯১ ক্রিকেটার মাসিক ভাতা দেয়। যারা বেশিদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তাদের মাসিক বেতন ২৮ হাজার ৭৫০ টাকা। আর যারা জাতীয় লিগ খেলতে শুরু করেছেন, তাদের বেতন ২৩ হাজার ৭৫০ টাকা। আর জুনিয়র ক্যাটাগরির বেতন হলো ১৭ হাজার ২৫০ টাকা। বৃহস্পতিবার তারাই করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Discussion about this post