ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত শুক্রবার উসাইন বোল্টের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ক্রিস গেইল। বোল্টের করোনা পজিটিভ হওয়ার খবরে গেইলকে নিয়েও ছিল নানা গুঞ্জন। দুটি করোনা টেস্টের পর স্বস্তির খবরই দিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। আইপিএল খেলতে তাই সংযুক্ত আরব আমিরাতে কিংস ইলেভেন পাঞ্জাবে খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছেন তিনি।
গেইল করোনা নেগেটিভ হওয়ার খবরটি দিয়েছেন ইন্সটাগ্রামে। আমিরাতের ফ্লাইট ধরার আগে পরীক্ষার বেশ কিছু ভিডিও দিয়ে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আমিরাতে নামার পরেও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে গেইলকে। বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার পর তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে ৬ দিন। এই সময়ে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেসব উতরে যেতে পারলেই খেলোয়াড়রা জীবানু সুরক্ষিত পরিবেশে অনুশীলন শুরু করতে পারবেন।
আগেই গেইলের আইপিএল দলের সতীর্থরা মরুর দেশে পৌঁছে গেছেন। খেলোয়াড়রা এখন ৬ দিনের কোয়ারেন্টিন পর্বে আছেন।
Discussion about this post