ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই করোনা টেস্টের জন্য নমুনা দেন নারী ক্রিকেট দলের সাত ক্রিকেটার, ফিজিও, কোচ ও ট্রেনার। অবশেষে তারা সবাই পেলেন সুখবর। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ জানিয়েছেন, দশজনই উতরে গেছেন পরীক্ষায়।
প্রথম দফায় করোনা পরীক্ষায় পাস করলেও মেয়েদের আইপিএল খেলতে ডাক পাওয়া দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন ১৯ অক্টোবর আরও একবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন। ২১ অক্টোবর তাদের সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হওয়ার কথা।
আগামী ৪ থেকে ৯ নভেম্বর উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে পেসার জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার ডাক পাওয়া অলরাউন্ডার সালমা খেলবেন ট্রায়ালব্লেজার্সের হয়ে।
মিরপুরে অনুশীলন জাহানারা-সালমা ছাড়াও অনুশীলন করছেন নাহিদা আক্তার, শামামী সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল ও রাবেয়া খান নেগেটিভ হয়েছেন। জাতীয় দলের বাকি ক্রিকেটাররা যার যার জেলা ও বিভাগীয় স্টেডিয়ামে করোনা টেস্ট ছাড়াই অনুশীলন করে চলেছেন লকডাউন উঠে যাওয়ার পর থেকে।
এখনও টাইগ্রেসদের জন্য বিদেশি কোচিংস্টাফের নিয়োগ চূড়ান্ত হয়নি। যে কারণে বিসিবির কোচ মাহবুব আলী জাকি ও ট্রেনার বেশাখি সহায়তা করে চলেছেন সালামা-জাহানারাদের।
Discussion about this post