দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না সৌরভ গাঙ্গুলির। বছরের শুরুতেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এনজিওপ্লাস্টি করাতে হয় তাকে। এবার বছরের শেষে এসে সৌরভ আক্রান্ত করোনায়। দিন দুয়েক জ্বর ও সর্দিতে ভোগার পর কোভিড পরীক্ষায় দুঃসংবাদ। ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি কোভিড পজেটিভ।
গত সোমবার প্রথম দফা কোভিড পরীক্ষায় পজিটিভ হন। এরপর আরেক দফায় পিসিআর পরীক্ষায় ও পজিটিভ। এ অবস্থায়
শারীরিক কোনো অস্বস্তি না থাকলেও ঝুঁকি এড়াতে ভর্তি হলেন হাসপাতালে। অবস্থা স্থিতিশীল সৌরভের। বলা দরকার, কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তির।
স্বস্তির খবর-সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির করোনা পরীক্ষায় নেগেটিভ। তবে সৌরভ এখনো হাসপাতালে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পর, এই তারকার চিকিৎসার জন্য ৩ সদস্যের বিশেষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। দুই নামী চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত কিছুদিনে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার ও শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণ করেন সৌরভ। সবশেষ গিয়িছিলেন মুম্বাই। ৪৯ বছর বয়সী সৌরভকে নিয়ে সুখবর দিলেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, ‘সৌরভ ফিজিক্যালি খুবই ফিট। তবে মাঝে ওর একটা কার্ডিয়াক সমস্যা হয়েছিল, এবং তখন খুব ভালো ভাবেই চিকিৎসা হয়েছিল। পাশাপাশি ভ্যাকসিনের দু’টো ডোজই নেওয়া আছে। আর তা ছাড়া সময় মতো তিনি পরীক্ষা করিয়েছেন আর সময় মতো হাসাপাতালে ভর্তি হয়েছেন। ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরুও হয়ে গিয়েছে।’
Discussion about this post