ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা থেকে মুক্তি পাচ্ছে না দেশের ফুটবলাঙ্গন। প্রধান কোচ জেমি ডে আক্রান্তের পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের দুঃসংবাদ ভেসে আসে। তিনিও করোনা আক্রান্ত হন। এবার পজিটিভ হন অধিনায়ক জামাল ভুঁইয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার জামালের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খেল ব্যক্তিগত কারণে সেখানেই থেকে যান জামাল।
বাংলাদেশ অধিনায়ক কাতার থেকে দেশে আসার জন্য গত বৃহস্পতিবার করোনা টেস্ট করাতে গিয়ে পজিটিভ হন। অথচ আই লিগে খেলার জন্য কলকাতা মোহামেডানের ক্যাম্পে যোগ দেওয়ার কথাও ছিল জামালের। এ অবস্থায় করোনা শনাক্ত হয়ে আই লিগে খেলাও অনিশ্চয়তার মুখে পড়ল।
বাফুফের হেড অব মিডিয়া অমিত হাসান জানান, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ (কোয়ালিফায়ার্স রাউন্ড-২) এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাওয়ে ম্যাচ খেলা শেষে বাংলাদেশে আসার আগে গত ১০ ডিসেম্বর কাতারে কোভিড-১৯ পরীক্ষা হয়। পরীক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনা পজিটিভ হন। বর্তমানে কাতারের দোহার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।’
পজিটিভ হলেও সুস্থ আছেন জামাল। কোনো উপসর্গ নেই। বাফুফের হেড অফ মিডিয়া অমিত হাসান আর্ও জানান ‘তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সার্বক্ষণিক জামাল ভূঁইয়ার খোঁজ খবর নিচ্ছে।’
সাত বছর পর এ মৌসুমে আই লিগে খেলার সুযোগ পেয়েছে কলকাতা মোহামেডান। বিদেশি খেলোয়াড়ের কোটায় জামালকে অন্তর্ভুক্ত করেছে দলটি। তবে গুঞ্জন আছে জামালের আর আই লিগ খেলা হচ্ছে না। তার বিকল্প খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছে কলকাতা মোহামেডান।
Discussion about this post