করোনাভাইরাসের কারণে এবার থমকে গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এমন সময়ে এজিএম স্থগিত করতে বাধ্য হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। এজিএমের নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
এর আগে গত ১৫ জুন বিসিবির দশম পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত হয় এজিএম হবে ৭ জুলাই। রাজধানীর হোটেল রেডিসনে দুপুর ১২টায় এজিএম শুরুর হওয়ার কথা ছিল। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন এ বছরই। এ কারণে এজিএম বেশ গুরুত্বপূর্ণ। এ অবস্থায় এজিএমে বিসিবির বেশির ভাগ কাউন্সিলরকে ঢাকার বাইরে থেকে আসতে হবে। যা করোনার সময়ে সম্ভব নয়। এখন সাধারণ পরিবহন বন্ধ।
২০১৭ সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয় বিসিবির এজিএম। এবার করোনায় পিছিয়ে গেল। পরিস্থিতির উন্নতি হলে এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে বিসিবি।
Discussion about this post