ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা থেকে মুক্তি মিলেনি। এখনো সংক্রমণ বাড়ছেই। কিন্তু এভাবে সবকিছু থামিয়ে আর কতো দিন। সবকিছু স্বাভাবিক হতে যাচ্ছে। প্রাণঘাতি এই ভাইরাসের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছেন সবাই। মাঠে ফিরছে আন্তর্জতিক ক্রিকেটও। বুধবার শুরু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।
এই ম্যাচেই করোনার পরবর্তী ক্রিকেট ফিরছে মাঠে। এরপরই ব্যস্ত সূচি তাদের। দেশের মাঠে এই সিরিজ শেষেই প্রতিপক্ষ পাকিস্তান। দারপর আয়ারল্যান্ডের সঙ্গে লড়াই। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি তৈরি করে ফেলেছে।
সোমবার ইসিবি জানিয়েছে- তিনটি ওয়ানডে খেলতে আয়ারল্যান্ড দল আগামী ১৮ জুলাই যাবে ইংল্যান্ডে। সাউথ্যাম্পটনে ৩০ জুলাই হবে প্রথম ওয়ানডে। সেই ভেন্যুতেই পরের দুই ম্যাচ ১ ও ৪ আগষ্ট।
তারপর পাকিস্তানের সঙ্গে লড়াই। তিনটি করে টেস্ট ও টি-টুয়েন্টি ইংল্যান্ডেই আছে পাকিস্তান দল। ম্যানচেস্টারে প্রথম টেস্টে খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। পরের দুই টেস্ট সাউথ্যাম্পটনে। একটি শুরু ১৩ আগষ্ট পরেরটি শুরু ২১ আগষ্ট।
পাকিস্তানের সঙ্গে এরপর ইংল্যান্ডের তিনটি টি-টুয়েন্টি। ম্যানচেস্টারে ম্যাচ তিনটি হবে ২৮, ৩০ আগষ্ট ও ১ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলারও পরিকল্পনা করছে ইংল্যান্ড। যদিও এই সূচি এখনো তৈরি হয়নি।
Discussion about this post