ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দূভার্গ্যই বলতে হবে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জায়গা পাওয়া ৮০ ক্রিকেটারের মধ্যে তিনিই কীনা একমাত্র যে করোনাভাইরাসে আক্রান্ত। হতাশা ছুঁতেই পারে যুব বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে।
তবে তার জন্য স্বস্তির খবর তার দল গাজী গ্রুপ চট্টগ্রাম সুস্থতার জন্য অপেক্ষা করবে। এখনই তার বদলি কোনো ক্রিকেটার নেওয়ার কথা ভাবছে না তারা।
২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তার আগে সব দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের কোভিড পরীক্ষা শেষ হয়েছে। যেখানে পজিটিভ হয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল। তিনি এখন আইসোলেশনে রয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে।
তার জন্য অপেক্ষা করবে দল। চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমে বলেন, ‘ও তরুণ, খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। এরকম একটা টুর্নামেন্টে দল পেয়েছে, ওর সামনে এগিয়ে চলায় বড় সুযোগ হতে পারে। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চট্টগ্রাম প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার।
গাজী গ্রুপ চট্টগ্রাম দল-
মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।
Discussion about this post