ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান সুপার লিগে খেলার জন্য করাচি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ঠিক তখনই দুঃসংবাদ! করোনাভাইরাসে আক্রান্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সুখবর পেলেন সাকিব আল হাসান। করোনা নেগেটিভ হলেন তিনি। গত শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন দু’জন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে রোববার সকালে মিলল এমন তথ্য।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছিলেন সাকিব। এরপর ঢাকায় প্রথম টেস্টেও নেগেটিভ হলেন তিনি। এর অর্থ এবার ফিটনেস টেস্ট হবে বিশ্বসেরা অলরাউন্ডারে। সব ঠিক থাকলে এই পরীক্ষা দেবেন ৯ নভেম্বর। এই পরীক্ষায় পাশ করলেই বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারবেন সাকিব।
এক বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়ে ফেরার পরিকল্পনা করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন তিনি। ফিটনেস টেস্টের আগে সাকিবের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক। শনিবার সেটিই করলেন এই তারকা।
শনিবার বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। এরপর রাতেই পেয়ে যান সুখবর। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর সকালে।
পিএসএলে অংশ নিতে ১০ নভেম্বর পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। কিন্তু অনিশ্চয়তায় পড়লেন এই অলরাউন্ডার। মুলতান সুলতানের হয়ে খেলার সম্ভাবনা এখন নেই বললেই চলে। এখন আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে।
Discussion about this post