ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লাখো-কোটি ভারতীয়র কাছে তিনি ক্রিকেটের ইশ্বর। তাকে নিয়ে মাতামাতি চলবেই। খেলা ছেড়েছেন অনেক দিন হলো। কিন্তু শচীন টেন্ডুলকার অন্য এক আবেগের নাম। তার জন্মদিন মানেই তো ভক্তদের উন্মাদনা। কিন্তু এবার তেমন কিছু চাইছেন না লিটিল জিনিয়াস। রেকর্ডের বরপুত্র দুঃসময়ে জন্মদিনটাই পালন করতে চাইছেন না।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোটা বিশ্বের প্রায় পুরোটা জুড়েই এখন লকডাউন। ঘরবন্ধী মানুষ। কিন্তু দিন আনে দিন খায়-মানুষেরা আছেন বিপাকে। অনেকের ঘরেই নেই খাবার। তাদের অসহায়ত্বের খবর ঠিক কানে পৌঁছায় শচীনের। এ কারণেই এবারের জন্মদিন পালন করছেন না তিনি। থাকছেন অসহায়দের পাশে।
এরইমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় দিয়েছেন ৫০ লাখ রুপি শচীন। ভারতীয় প্রধানমন্ত্রীর ফান্ডে ও মুখ্যমন্ত্রীর ফান্ডে ২৫ লাখ রুপি করে অনুদান দিয়েছেন এই গ্রেট। তার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। মারা গেছেন প্রায় ৫০০ মানুষ!
এ কারণেই ভারতীয়রা শঙ্কিত। সে কথা চিন্তা করে জন্মদিন ভাবনা থেকে সরে এসেছেন শচীন। ২৪ এপ্রিল এই কিংবদন্তি ক্রিকেটারের ৪৭তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনেই জন্ম নেন তিনি। এরপর এক সময় নাম লেখান ভারতীয় জাতীয় দলে। ব্যাট হাতে নানা কীর্তিতে বনেছেন সর্বকালের সেরা ক্রিকেটারের একজন।
শচীনের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যমে জানায়, ‘দেখুন এবারের জন্মদিন নীরবে পার করতে চাইছেন শচীন। তার মতে এখন জন্মদিন উদযাপনের সময় নয়। এবার জন্মদিন উদযাপন না করা হবে চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, পুলিশ, সুরক্ষাকর্মীদের মতো ফ্রন্টলাইনে থাকাদের প্রতি শ্রদ্ধা জানানোর সেরা উপায়। শচীন নিজে জন্মদিনের ব্যাপারে কথা বলতে চাইছেন না’
তিনি শুধু বড় ক্রিকেটারই নন, বড় মানুষও!
Discussion about this post