মাঠের ক্রিকেটে টাইগারদের হয়ে ব্যাট হাতে শুরুতেই নামেন তিনি। আবার রান সংগ্রহের দৌড়েও নাম্বার ওয়ান। সেই তামিম ইকবালই হলেন খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা। তারপরই আছেন আরেক সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তৃতীয় সর্বোচ্চ করদাতা। মানে ক্রীড়াঙ্গনে ক্রিকেটাররাই করদাতার তালিকায় এগিয়ে।
২০১৫-২০১৬ কর বছরের সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড পাচ্ছেন। যাদের মধ্যে আছেন- মাশরাফি, সাকিব এবং তামিম।
প্রকাশিত গেজেট অনুযায়ী দেখা যায় ওপেনার তামিম ও অধিনায়ক মাশরাফি ঢাকা কর অঞ্চল ১ অফিসে কর প্রদান করেছেন। অলরাউন্ডার সাকিব ঢাকা কর অঞ্চল-৭ এ কর প্রদান করেছেন এবারো।
বলা দরকার, এই ১৪১ জন ট্যাক্স কার্ড পাওয়া ব্যাক্তিত্বরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। পাশাপাশি আরো কিছু সুবিধাদি থাকছে তাদের জন্য। সরকার কর প্রদানে উৎসাহ দিতেই এমন উদ্যোগ নিয়েছে।
Discussion about this post