একটা সময় ছিল তিনি ছিলেন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। কিন্তু সেই সুময় পেছনে ফেলে এসেছেন আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেললেও অনেক দিন ধরে জাতীয় দলে উপেক্ষিত এই স্পিনার । তারপরও লড়ে যাচ্ছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বল হাতে সেরা সাফল্যটাই তুলে নিচ্ছেন। সোমবার ম্যাচের শেষ দিনে ৫ উইকেট নিয়ে তিনি বড় জয় এনে দিলেন খুলনাকে। প্রশ্ন থাকছে আবার কবে জাতীয় দলে ডাক পাবেন তিনি। ওয়ালটন জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় শেষ দিনে ড্র করতে বরিশালের লক্ষ্য ছিল ৯০ ওভার খেলা। কিন্তু টিকতে পারল না ৫০ ওভারও। অলআউট ১৬৩ রানে। খুলনার জয় ২৩৯ রানে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন ১৭ ওভার বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৯তম ৫ উইকেট। টাইগার স্পিনারদের মধ্যে ৩০ বার ৫ উইকেট নিয়ে ওপরে রয়েছেন শুধু এনামুল হক জুনিয়র। ১ম ইনিংসের চারটিসহ ম্যাচে ৯ উইকেট রাজ্জাকের। যদিও ১ম ইনিংসে ১৭৭ রানের পাশাপাশি দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা মেহেদি হাসান।
জাতীয় ক্রিকেট লিগে দুরন্ত গতিতে ছুটছে খুলনা। এখন পর্যন্ত দুটি ম্যাচই জিতেছে তারা। স্বাভাবিক কারণে পয়েন্ট টেবিলের শীর্ষেও আব্দুর রাজ্জাকের দল। এদিকে রংপুর-ঢাকা ও চট্টগ্রাম-রাজশাহীর ম্যাচ দুটি হয়েছে ড্র। এদিকে বাজে আবহাওয়ার কারণে ঢাকা মেট্রো-সিলেটের ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৪৪৪/১০ ও ২য় ইনিংস: ৪৯ ওভারে ২১৬/৭ (ডি.)
বরিশাল ১ম ইনিংস: ২৫৮ /১০ ও বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৩) ৬১ ওভারে ১৬৩ (ফজলে রাব্বি ৮৮, রাফসান ২৭, শামসুল ১, সালমান ৩, আল আমিন ১০, সোহাগ ২, নুরুজ্জামান ১৬, আবু সায়েম ০. রাব্বি ০, মনির ৮, তানভির ১*; মাশরাফি ০/১৪, মেহেদি ১/৭২, রাজ্জাক ৫/৩২, মইনুল ৩/১৯)।
ফল: খুলনা ২৩৯ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান
Discussion about this post