ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ আগেই হেরেছে দল। এটি হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এই যুদ্ধে বল হাতে তেমন দাপট দেখাতে পারল না বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুজের দাপটে বড় সংগ্রহ গড়ল শ্রীলঙ্কা। ম্যাচের মাঝপথেও এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু শেষ ১০ ওভারে ১০৬ রান করে এগিয়ে যায় লঙ্কানরা।
কলম্বোতে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে শ্রীলঙ্কা। শতরান পেতে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। কিন্তু তাকে ৮৭ রানেই ফেরান সৌম্য সরকার।
শেষ অব্দি ৯০ বলে ৮৭ রান করে সাজঘরের পথ ধরেন ম্যাথুজ।
এর আগে দিমুখ করুনারত্নে ও কুসল পেরেরা পথ দেখান দলকে। তারপর দাপট দেখালেন থ্যাথুজ ও কুসল মেন্ডিস। সব মিলিয়ে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জেই ফলল সফরকারীরা। জবাবে নেমে ফের ব্যর্থ তামিম ইকবাল। কাসুন রাজিথার বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। বলের লাইনে না গিয়েই শরীর থেকে দূরে ব্যাট চালাতে গিয়ে ভুল করেন তামিম। ব্যাটের কানায় লেগে বল গেল কিপারের গ্লাভসে।
টানা ৬ ম্যাচে বোল্ড হয়ে এবার ভিন্ন আউট। তবে ব্যর্থ আগের মতোই। ৬ বলে ২ রান করেন। আর এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৪/৮ (ফার্নান্দো ৬, করুনারত্নে ৪৬, কুসল পেরেরা ৪২, কুসল মেন্ডিস ৫৪, ম্যাথিউস ৮৭, শানাকা ৩০, জয়াসুরিয়া ১৩, হাসারাঙ্গা ১২*, দনাঞ্জয়া ০, রাজিথা ০*; শফিউল ১০-২-৬৮-৩, রুবেল ৯-১-৫৫-১, তাইজুল ১০-১-৩৪-১, মিরাজ ৯-০-৫৯-০, সৌম্য ৯-০-৫৬-৩, মাহমুদউল্লাহ ৩-০-২২-০)।
Discussion about this post