হতাশ হলেও কিছুই করার নেই! বিপিএল গভর্নিং কাউন্সিলের দৃষ্টিকটু নিয়মের ফাঁদে পড়ে পিছিয়ে পড়ছেন দেশী ক্রিকেটাররা। শুনে অবাক হতে পারেন- এবারের বিপিএলে সাকিব-
তামিমদের চেয়েও বেশি টাকা পাবেন সাঈদ আজমল-ব্র্যাড হগের মতো সাদামাটা ক্রিকেটাররা!
বিপিএলে ছয় আইকন সাকিব, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও মাহমুদউল্লাহ’র মুল্য ৩৫ লাখ টাকা- এটা আগেই জানিয়েছিল গভর্নিং কাউন্সিল! বৃহস্পতিবার প্লেয়ারস ড্রাফটে সেই অপ্রিয় সত্যটাই আরো একবার চোখের সামনে চলে আসলো।
বয়স ৪৫ এর কাছে গেলেও হগের মতো বাতিলের খাতায় চলে যাওয়া ক্রিকেটার পাবেন প্রায় ৫৫ লাখ টাকা! বলা দরকার বিদেশি ক্রিকেটারদের মধ্যে যাঁরা ‘এ’ গ্রেডে আছেন, তাদের মুল্য ৭০ হাজার মার্কিন ডলার। মানে ৫৫ লাখ টাকা। তাইতো ওয়াহাব রিয়াজের পাশে খেলে সাকিব কম অর্থ পাবেন। বিস্ময়কর ছাড়া আর কী বলবেন! বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ে ২০ লাখ টাকা রিয়াজের মতো ক্রিকেটারকে দিতে হবে?
এখানেই শেষ নয়, সে হিসেবে পাচ্ছেন ‘বি’ গ্রেডে থাকা বিদেশি খেলোয়াড়দের চেয়ে কম অর্থ পাবেন সাকিবরা! কারন একইভাবে ‘বি’ গ্রেডের বিদশী ক্রিকেটারের মুল্য ৫০ হাজার ডলার। মানে প্রায় ৩৯ লাখ টাকা। বিস্ময়কর!!
অথচ এই সাকিবকেই ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ৩ কোটি ৩০ লাখ টাকায়। যা এখন বেড়ে হয়েছে সাড়ে তিন কোটি।
এমন বৈষম্যের ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের যুক্তটা লাগসই নয়। টুর্নামেন্ট টিকিয়ে রাখার স্বার্থেই নাকি এমনটা করতে বাধ্য হয়েছেন তারা! কিন্তু এই ব্যাপারটা ক্রিকেটাররা কিভাবে নেন কে জানে?
Discussion about this post