হঠাৎ করে পাল্টে গেল পরিকল্পনা। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু কোন ঘোষণা ছাড়াই পিছিয়ে গেল একদিন। মুশফিকদের অনুশীলন হবে শুক্রবার থেকে কোচিং স্টাফরা ঢাকাতে না পৌঁছাতে পারায়ই নাকি আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব পিছিয়েছে। তবে প্রথম দিনে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পাচ্ছেন না তাসকিন-মুস্তাফিজরা।
লঙ্কা দ্বীপ সফরে দলের ম্যানেজার নিয়োগ পাওয়া খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কোচিং স্টাফদের সবারই ফেরার কথা। আশা করছি অনুশীলনের শুরু থেকে সবাই থাকবে। মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং দিয়ে অনুশীলন শুরু হবে। তারপর স্কিল নিয়ে কাজ। হেড কোচ হাথুরুসিংহেও থাকবেন।তবে ওয়ালশের একটু দেরি হতে পারে।’
সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে মুশফিকদের অনুশীলন।
৭ মার্চ গলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৯ মার্চ কলম্বোয়। এর আগে ২-৩ মার্চ দুইদিনের প্রস্তুতি ম্যাচও আছে। সফরে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও রয়েছে মাশরাফি-সাকিবদের।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শুভাশীষ রায় চৌধুরী এবং রুবেল হোসেন।
Discussion about this post