দারুণ বিপাকে পড়ে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে কিছুতেই সমস্যা কাটচৈ না। তাইতো একাট্টা হয়েছে ডেভিড ওয়ার্নাররা। জানিয়ে দিলেন তাদের প্রত্যাশা মতো চুক্তি না হলে আসছে অ্যাশেজ বর্জন করবেন দলের ক্রিকেট খেলোয়াড়রা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি নিয়ে খেলোয়াড়দের দ্বন্দ্ব এখন চরমে। বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ক্রিকেটারদের কাছে পাঠানো চিঠিতে হুমকি দেন। যেখানে লিখেন চুক্তিতে সই না করলে আগামী ৩০ জুন বর্তমান চুক্তি শেষ হওয়ার পর আর বেতন দেওয়া হবে না।
কিন্তু অনঢ় অবস্থানে আছে ক্রিকেটাররা। তারাও বোর্ডকে পাল্টা হুমকি দিচ্ছে। ওয়ার্নার জানান, ‘দেখুন এটা যদি আরো জটিল হয় তবে, তারা (বোর্ড) হয়তো অ্যাশেজের জন্য দলই পাবে না। আশা করছি তারা একটি সমঝোতায় আসবে। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বোঝাপড়াটা এখন বোর্ডের দায়িত্ব।’
এমনিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের আয়ের একটা অংশ পেয়ে থাকেন। ২০ বছর ধরেই এই সুবিধাটা পাচ্ছেন তারা। কিন্তু নতুন প্রস্তাবিত চুক্তিতে তার বদল আনা হয়েছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই পাবেন বাড়তি আয়ের ভাগ। এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটারদের একটা নির্দিষ্ট অঙ্ক দেওয়া হবে।
এটা নিয়েই ক্রিকেটারদের আপত্তি। তারা পুরনো নিয়মে সুযোগ-সুবিধা চাইছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এ ব্যাপারে ছাড় দিতে নারাজ। সমাধান না হলে আগামী অ্যাশেজ বয়কট করতে পারেন অজি ক্রিকেটাররা।
Discussion about this post