ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্টেও দাপট অস্ট্রেলিয়ার। টেস্টের প্রথম দিন শেষে দাপট তাদেরই। সিরিজে নিজের প্রথম শতরান তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের রান ৩ উইকেটে ২৪৪। অধিনায়ক স্মিথ ৬৫ ও শন মার্শ ৩১ রানে অপরাজিত আছেন।
এদিন বক্সিংডে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়া পেয়ে যায় শতরানের উদ্বোধনী জুটি! প্রথম সেশনে দল তুলে বিনা উইকেটে ১০২ রান। লাঞ্চের পরই ২১তম সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। অবশ্য এই ওপেনার তার আগেই ফিরতে পারতেন সাজঘরে। অভিষিক্ত টম কুরানের বলে ৯৯ রানে ধরা পড়েন স্টুয়ার্ট ব্রডের হাতে। কিন্তু ‘নো’ বলের কল্যাণে রক্ষা। ১৫১ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০৩ রান করেন ওয়ার্নার। তাকে আউট করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্পর্শ করেন জেসন অ্যান্ডারসন। টেস্টে দুই জনেরই উইকেট ৫১৯টি।
এদিকে ব্যানক্রফট ৯৫ বলে তিনি করেন ২৬ রান।
অ্যাশেজ সিরিজে এবার ৪-০তে এগিয়ে যাওয়ার পথটা করে নিয়েছে স্মিথের দল।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৪৪/৩ (ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ১০৩, খাওয়াজা ১৭, স্মিথ ৬৫*, মার্শ ৩১*; অ্যান্ডারসন ১/৪৩, ব্রড ১/৪১, ওকস ১/৬০, মইন ১/৩৫, কুরান ০/৪৪, মালান ০/২০)
Discussion about this post