ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে এ টুর্নামেন্ট নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না সন্দেহ। তাই বেশ কিছুদিন আগে স্টিভেন স্মিথ বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে তখন ঘরোয়া লিগ বাদ দিয়ে আইপিএলকেই প্রাধান্য দেওয়ার কথা বলেছেন স্টিভেন স্মিথ। একই সুরে এবার গলা মেলালেন তারই সতীর্থ ডেভিড ওয়ার্নার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও দোলাচলে ভুগছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড প্রধান আর্ল এডিংসই বলেছেন, এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তার কাছে অবাস্তবই ঠেকছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা ঝুলিয়ে রেখেছে এখনও।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও চাইছে ওই সময়ে বৈশ্বিক টুর্নামেন্টটি স্থগিত হলে আইপিএলের সূচি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে। কারণ করোনার হানায় নির্ধারিত সময়ে আইপিএলও শুরু করা যায়নি। তার ওপর আর্থিক ক্ষতির বিষয়টিও ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।
এই অবস্থায় অক্টোবর-নভেম্বরে যদি বিশ্বকাপ না-ই হয়, তার বদলে আইপিএল গড়ায়। তাহলে ওয়ার্নারের পছন্দ এই আইপিএলকেই। ইন্ডিয়া টুডে কে বলেছেন, ‘যদি বিশ্বকাপ না হয়, সেই সূচির বদলে যদি আইপিএল হয়। তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমরা এখানে আইপিএল খেলতে আসবো।’
অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাপত্তির কথাটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। কারণ করনোরা মহামারিতে ভ্রমণের বিষয়েও রয়েছে নানা নিষেধাজ্ঞা, ‘অবশ্য সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া যদি আমাদের অনুমতি দেয়, বলে যে ভারতে যেতে সমস্যা নেই। তাহলে অবশ্যই তখন খেলার জন্য আমার হাতটা উঁচুতেই থাকবে। কারণ দিন শেষে এই খেলাটাকেই আমরা ভালোবাসি।’
Discussion about this post