অলিখিত ফাইনাল জিতে নিল শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারাল তারা। তাতেই ৩-২ ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা।
বার্মিংহামে মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অলআউট ইংল্যান্ড করে ২১৯ রান। ৫৬ রান করেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
৫০ রানে ৩ উইকেট নেন লাসিথ মালিঙ্গা।
সেই সংগ্রহ তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধানে ৫৩ এবং থিরিমান্নে করেন অপরাজিত ৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৪৮.১ ওভারে ২১৯/১০ (কুক ৫৬, বেল ৩৭, জর্ডান ৩০; মালিঙ্গা ৩/৫০, মেন্ডিস ২/৫০)
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২২২/৪ ( জয়াবর্ধনে ৫৩, থিরিমান্নে ৬০*, ম্যাথিউস ৪২*; ট্রেডওয়েল ২/৩০)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: লাহিরু থিরিমান্নে।
সিরিজ: শ্রীলঙ্কা ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ এ জয়ী
সিরিজ সেরা: লাসিথ মালিঙ্গা।
Discussion about this post