টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও সেই গল্প। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাজে হার বাংলাদেশের। টানা ম্যাচে হেরে এখন ওয়ানডেকেও হোয়াইট ওয়াশের শঙ্কায় দল। বোলাররা অসহায়ের মতো ৫০ ওভার বল করলেন। তারপর ব্যাটসম্যানরাও তেমন লড়তে পারলেন না। এরই পথ ধরে দক্ষিণ আফ্রিকা জিতল ১০৪ রানে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটা একটু আগেই ২-০তে জিতে নিল তারা।
বুধবার পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মতুর্জা। তবে তার বোলাররা ব্যর্থ। এবিডি ভিলিয়ার্সের ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেটে করে ৩৫৩ রান। জবাব দিতে নেমে ৪৭.৫ ওভারে অলআউট হয়ে বাংলাদেশ করে ২৪৯ রান।
আগের ম্যাচের মতো এখানেও দাপট ছিল হাশিম আমলার। তিনি খেলেন ৮৫ রানের দারুণ ইনিংস। এর আগে কুইন্টান ডি ককের ব্যাট থেকে আসে ৪৬। আর ভিলিয়ার্স ছিলেন অপ্রতিরোধ্য। ১০৪ বলে ১৭৬ রান করে সাজঘরের পথ ধরেন ডি ভিলিয়ার্স। ইনিংসে ছিল ১৫ চার আর ৭টি ছক্কার সমাহার। ৩৪ বলে করেন হাফসেঞ্চুরি। ৬৮ বলে সেঞ্চুরি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। ৬০ রানে ২ উইকেট তুলে নেন সাকিব। কিন্তু অন্যরা যারপরনাই ব্যর্থ। ৯ ওভারে ৭১ রান দিয়েছেন তাসকিন আহমেদ। ১০ ওভারে ৮২ রান দিয়ে কোন উইকেটই পাননি মাশরাফি। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮০ রান দিয়ে নেন ৩ উইকেট ম্যাশ। এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিংটাই করলেন ম্যাশ।
জবাব দিতে নেমে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ইনজুরি কাটিয়ে দলে ফিরে তামিম ইকবাল ২৫ বলে ২৩ রান করেন । তারপর লিটন দাস ১৪। যদিও ইমরুল কায়েস আর মুশফিকুর রহীম জুটি বেশ লড়েছিল। ইমরুলকে ফিরিয়ে ৯৩ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন ইমরান তাহির। ৭৭ বলে ৬৮ রান করেন ইমরুল। তারপর দলের অন্যতম ভরসা সাকিব ৫ রানে ফিরেন। এরপর মুশফিকের ব্যাট থেকে ৭০ বলে ৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, ডু প্লেসিস ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭**; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৪৯ /১০ (তামিম ২৩, ইমরুল ৬৮, লিটন ১৪, মুশফিক ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৪৬ , সাব্বির ১৭, নাসির ৩ ; তাহির ৩/৫০, ফেলুকওয়ারো ৪/৪০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে
Discussion about this post