টেস্টের পর এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন নাসির হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ঘোষিত দলে নেই এই অলরাউন্ডার। তবে টেস্ট সিরিজে ভাল করার পুরস্কার পেলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। দলে আছেন তিনি। ডাক পেলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও ব্যাটসম্যান সাব্বির রহমান।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান সহ-অধিনায়ক।
এছাড়া পেস বোলার আল-আমিন আছেন ওয়ানডে দলে।
২১ ও ২৩ অক্টোবর ৫ ম্যাচের সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে। ভেনু-চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন, রুবেল হোসেন, আরাফাত সানি এবং জুবায়ের হোসেন।
Discussion about this post