ঝড় নাকি টর্নেডো? দুটোই। ফিল সল্ট ও দাভিদ মালান শুরু করলেন। এরপর চলল শেষ অব্দি সেই আক্রমণ। সল্ট-মালান করলেন দারুণ দুটি শতরান। চারে নেমে সেঞ্চুরি জস বাটলারের। তারপর লিয়াম লিভিংস্টোন এগিয়ে নিলেন। এভাবেই শুক্রবা রেকর্ডের পর রেকর্ডের দেখা মিলল। নেদারল্যান্ডসের বোলিং উড়িয়ে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড।
আমস্টেলভিনে ডাচদের বিপক্ষে ৫০ ওভারে ইংলিশরা তুলেছে ৪৯৮ রান। নিজেদের গড়া আগের রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখল ওয়েন মরগানের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ৪৮১ রান ছিল ওয়ানডে ফরম্যাটে আগের বিশ্ব রেকর্ড।
ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন ফিল সল্ট ১২২, দাওয়িদ মালান ১২৫ ও জস বাটলার ১৬২*। লিয়াম লিভিংস্টন করেছেন অপরাজিত ৬৬ রান।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে ১ রানের সময় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয় ১ রানে ফেরেন। এরপরই চ্যাপ্টা হয়ে যায় ডাচরা। দ্বিতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন ফিল সল্ট ও ডেভিড মালান। সল্ট ৯৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৪ চার এবং ৩ ছয়ে। মালান ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে করেন ১২৫।
ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ১৬২ রানের ইনিংস খেলেন বাটলার। মাত্র ৭০ বলে ৭ চার এবং তার দ্বিগুণ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২২ বলে ৬৬ রান করেন লিয়াম লিভিংস্টোন।
Discussion about this post